Sylhet View 24 PRINT

বড়লেখায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১২ ০১:০৬:৪৬

এ.জে লাভলু, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। গত শনিবার রাতে বাদি হয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস মামলাটি করেন। মামলায় ৫০ জনের নামোল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি ও সুড়িকান্দি গ্রামবাসীর মধ্যে একটি পূর্ব-বিরোধের ঘটনা মীমাংসার জন্য শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দাসেরবাজারে উভয়পক্ষের লোকজন বৈঠকে বসেন। বৈঠক চলার সময় একপক্ষের একজন বক্তব্য রাখতে গেলে অপরপক্ষের একজন বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৮০ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস, কনস্টেবল তুহেলসহ উভয়পক্ষে প্রায় ৪০জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন পথচারীসহ উভয়গ্রামের সুমন আহমদ, আব্দুর রাজ্জাক, আলতাফ মিয়া, জালাল মিয়া, হাসান মিয়া, জমির আলী, জুনেদ মিয়া, আব্দুস শুকুর, বিলাল আহমদ,ফাহিম আহমদ, বিমান দাস প্রমুখ।

আহতদের মধ্যে পুলিশসহ আটজন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় বাজারের ছোটবড় প্রায় ২৫টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৯/এজেএল/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.