আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে সন্ধ্যার মধ্যেই কোরবানীর বর্জ্য অপসারণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১২ ২০:০০:৪৮

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:: পবিত্র ঈদুল আযহায় শহরবাসীর কোরবানীর বর্জ্য পরিস্কারে নেমেছে মৌলভীবাজার পৌরসভা।

সোমবার সন্ধ্যার মধ্যেই পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন রাস্তা ও  বাসায় পড়ে থাকা বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। বর্জ্য অপসারণের সার্বিক কাজ তদারকি করছেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।

তিনি সিলেটভিউকে জানান, ঈদের দিন ভোর থেকেই হাটের বর্জ্য অপসারণ শুরু করায় বিকালের মধ্যে তা শেষ পর্যায়ে চলে এসেছে। একই সাথে এখন চলছে কোরবানীর বর্জ্য পরিস্কারের কাজ। অন্যান্য বারের মতো এবারো সন্ধ্যা ৬টার মধ্যে সকল বর্জ্য পরিস্কার সম্ভব হবে বলে জানান তিনি।

মৌলভীবাজার পৌরসভার ৬৬ জন পরিচ্ছন্নতা কর্মী কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করছে। বজ্য অপসারণে ১১টি ট্রাক রয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর প্রশাসনের কর্মকর্তারা এই কাজে সার্বিক সহযোগীতা করছেন বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৯/ওএফএন/জিএসি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন