Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে ঈদের দিনে অটোরিকশা চালককে কোপালো দুবৃত্তরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৩ ১৭:০০:০৮

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: পবিত্র ঈদুল আযহার দিনে মৌলভীবাজারে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়েছে দুবৃত্তরা। সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সিএনজি অটোরিকশা চালক ফয়ছল আহমদ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়ছল আহমদ শহরের কুসুমবাগ সিএনজি স্টেন্ডের চালক। তিনি নারাইন পাশা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে। ঘটনার কিছুক্ষণ আগে হামলাকারীর সাথে আহত ফয়ছলের কথাকাটাটি হয়েছিল। পরে বাজার থেকে ফয়সল গাড়ি নিয়ে আগনসী এলাকায় আসলে। কয়েকজন সন্ত্রাসী দাঁ দিয়ে ফয়ছল আহমদের উপর হামলা করে। এতে তার মাথা ও শরীরের কয়েকটি অংশে আঘাত লাগে। ওই সময় হামলাকারীদের হাতে দা ও লাঠি ছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

হামলাকারীর পরিচয় জানতে চাইলে ফয়ছল আহমদ বলেন, ‘সে আমাদের রোডের অন্য স্টেন্ডের সিএনজি অটো চালক। তার সাথে আমার পূর্বের কোন শত্রুতা ছিল না।’

কুসুমবাগ সিএনজি স্টেন্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা জানান, ‘এ বিষয়ে আমরা সভাপতি সহ বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ নিবো।’
 
আহতের চাচা মো. জরিফ মিয়া বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি বিচারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া থানাও অভিযোগ দেয়া হয়েছে। সঠিক বিচার না পেলে আমরা আইনের আশ্রয় নেব।’

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।’

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৯/ওফানা/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.