আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কমলগঞ্জে ট্রেনের নিচে পড়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৫ ২১:০৩:০১

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে পড়ে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশনের পাশে আসা মাত্র এক মহিলা ঝাঁপ দিয় ট্রেনের নিচে পড়ার চেষ্টা করেন। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে।

দুই সন্তানের জননী হুসনে আরা আদমপুর (২৪)  ইউনিয়নের জালালপুর গ্রামের ব্যবসায়ী মো. আজাদ মিয়ার স্ত্রী।

হুসনে আরা জানান, আট বছর আগে জালালপুর গ্রামের ব্যবসায়ী মো. আজাদ মিয়ার সাথে তার বিয়ে হয়। বিবাহিত জীবনে ৭ বছর ও ৯ মাস বয়সের দুটি সন্তান রয়েছে তাদের। দীর্ঘ দিন ধরে স্বামীর সাথে ঝগড়া হতো। ঘটনার দিন স্বামীর সাথে ঝগড়া করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যান তিনি।

এব্যাপারে কমলগঞ্জ থানার এএসআই মিজান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ। 

সিলেটভিউ২৪ডটকম / ১৫ আগস্ট ২০১৯/ জেএ/ এসএইচ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন