আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

দেশের প্রথম আর্টস অ্যাণ্ড স্পোর্টস মিউজিয়াম নির্মাণ হচ্ছে কুলাউড়ায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৬ ১৪:৪৫:২৪

শাকির আহমদ, কুলাউড়া :: এক সময়ের দেশ সেরা ক্রীড়াবিদ, অ্যাথলেট, লেখক, সাংবাদিক সাঈদ-উর-রব। খেলাধুলা থেকে অবসর নিয়েও তিনি তাঁর কর্মযজ্ঞ চালিয়ে যান দেশে এবং বিদেশে। এনিয়ে তিনি কয়েকটি বইও লিখেছেন। কিন্তু আক্ষরিক মনের যে তৃপ্তি পাওয়ার কথা সেটা তিনি পাচ্ছিলেন না। খেলাধুলায় দেশের অর্জন অনেক সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তা সংরক্ষণে ছিলো না কোন উদ্যোগ।

সেই আক্ষেপ থেকেই সুদূর আমেরিকা থেকেও মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের প্রথম আর্টস অ্যাণ্ড স্পোর্টস মিউজিয়াম প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন তিনি। এরিপোর্ট লেখা পর্যন্ত এই প্রজেক্টের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। পুরোপুরি শেষ হতে আরও বছর দুইয়েক সময় লাগবে বলে জানিয়েছেন প্রজেক্টের অন্যতম দায়িত্বে থাকা তুহিন আহমদ পায়েল। মিউজিয়ামটির নামকরণ করা হয়েছে ‘মাহে-মনি আর্টস অ্যাণ্ড স্পোর্টস মিউজিয়াম’।

দেশের ক্রীড়াঙ্গণে অভূতপূর্ব সাফল্য আর ইতিহাস সংরক্ষণ ও সংগ্রহের উদ্দেশ্যে তিনি এই মিউজিয়াম তৈরী করছেন। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত দর্শণার্থীদের জন্য থাকা-খাওয়ারও সুব্যবস্থা করছেন তিনি। পুরো কাজ শেষ হওয়ার পর এখানে এসে কেউ ফিরে যেতে চাইবেন না। নিখুঁত সৃষ্টিশীল প্রকৌশলী চিন্তায় সুশৃঙ্খল অবকাঠামো দেখতে পর্যটকরা ছুঁটে আসবেন দূর দূরান্ত থেকে এমনটা আশা করছেন স্থানীয়রা।

প্রবল সংরক্ষনের চেতনা নিয়েই পরবর্তী প্রজন্মের সঙ্গে মানুষের ঘনিষ্ট সম্পর্কের কথা চিন্তা করে দেশ সেরা ক্রীড়াবিদ, অ্যাথলেট, লেখক, সাংবাদিক সাঈদ-উর-রব এ উদ্যোগ নিয়েছেন।

কুলাউড়া উপজেলার জয়চণ্ডি ইউনিয়নের গাজিপুর চা বাগানের পাশে এলাকায় নির্মাণ করা হচ্ছে এই স্পোর্টস অ্যাণ্ড আর্টস মিউজিয়াম। প্রায় ৩০ বিঘা জমি নিয়ে মিউজিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৫ সালে। ১২ হাজার বর্ঘফুটের ওপর ৪ তলা বিশিষ্ট বিশাল স্থাপনের কর্মযজ্ঞ চলছে। মিউজিয়ামের সামনে খনন করা হয়েছে শান বাঁধানো দিঘির ঘাট। দিঘির চারপাশে অঙ্কিত হচ্ছে বনেদি আমলের খাজকাটা কারুকাজ।

মিউজিয়ামে দেশ-বিদেশের খ্যাতনামা প্রয়াত ও বর্তমান ক্রীড়াবিদদের ব্যবহৃত দুর্লভ ক্রীড়াসামগ্রী, অটোগ্রাফ, ছবিসহ বিভিন্ন সামগ্রী থাকবে। ক্রীড়াবিদদের পাশাপাশি বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক নানা তথ্যবহুল বই ও নিদর্শনও স্থান পাবে এখানে। মিউজিয়ামে আগত দর্শকের জন্য থাকবে বিশাল পাঠাগার। থাকবে কনফারেন্স রুম, কফি হাউস। এছাড়াও সামনে খেলাধুলার জন্য মাঠ এবং শিশুদের জন্য পৃথক বিনোদনের ব্যবস্থা। মিউজিয়াম এলাকার মধ্যে নির্মিত হবে অত্যাধুনিক ডুপ্লেক্স কটেজ। সব কিছুতেই থাকবে বর্তমান ও প্রাচীন স্থাপত্যের ছোঁয়া।

পুরো প্রকল্পের কাজ ২০২১ নাগাদ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরই উদ্বোধনের মাধ্যমে মাহে-মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামের স্থায়ী ভাবে পর্দা উন্মোচিত হবে বলে জানিয়েছেন তাঁরা।

এই প্রজেক্টের সিইও হাবিবুর রহমান টুটু জানান, এটা বিশাল প্রজেক্টের একটি কাজ। নিখুঁতভাবে কাজ করতে একটু বেশী সময় লাগছে। প্রাচীন আভিজাত্য আর আধুনিকায়নের সমন্বয়ে নির্মিত হচ্ছে এর অবকাঠামো। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যও শোভা পাবে এর আশপাশ। পুরো কাজ সম্পন্ন হলে সৌখিন পর্যটকদের ভীড় বাড়বে বলে আমার বিশ্বাস।

সিলেটভিউ২৪ডটকম/১৬আগস্ট২০১৯/শাকির

শেয়ার করুন

আপনার মতামত দিন