আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

'বঙ্গবন্ধুর খু‌নি মোস্তাক‌দের আত্মারা ষড়য‌ন্ত্রে লিপ্ত'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৯ ২০:০৬:০৪

নিজস্ব প্র‌তি‌বেদক, কুলাউড়া :: ‘বঙ্গবন্ধুর খু‌নি মোস্তাক‌দের আত্মারা ষড়য‌ন্ত্রে লিপ্ত। এরা বঙ্গবন্ধু‌কে হত্যা ক‌রে ক্ষান্ত হয় নাই। বি‌ভিন্ন সময় বঙ্গবন্ধু কন্যা, জন‌নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে হত্যার ষড়যন্ত্র কর‌ছে এরা। তাই এসব ষড়যন্ত্র কারী‌দের হাত থে‌কে নেত্রী ও দল‌কে বাঁচা‌তে হ‌লে বঙ্গবন্ধুর আদ‌র্শের সৈ‌নিক‌দের ঐক্যবদ্ধ হ‌তে হ‌বে।’

কুলাউড়া উপ‌জেলা যুবলীগের আ‌য়োজ‌নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আ‌লোচনা সভা ও মিলাদ মাহ‌ফি‌লে বক্তারা এসব কথা ব‌লেন।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দি‌কে পৌর মিলনায়ত‌নে এ শোকসভার আয়োজন করা হয়। সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর স্বপরিবারের আত্মার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে সন্ধ্যা ৮টার দিকে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস স‌হি‌দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবু‌জের সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান। প্রধান বক্তা হি‌সে‌বে বক্তব্য রা‌খেন জেলা যুবলী‌গের সভাপ‌তি না‌হিদ আহমদ, বি‌শেষ বক্তা হি‌সে‌বে বক্তব্য রা‌খেন সৈয়দ রেজাউর রহমান সুমন।

শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম রেনু, সহসভাপ‌তি অধ্যক্ষ আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তা‌দির তোফা‌য়েল, উপ‌জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সিপার উ‌দ্দিন আহমদ, বদর উ‌দ্দিন আহমদ, জেলা যুবলীগর সহসভাপ‌তি অ্যাড জাহা‌ঙ্গির আলম, পৌর ছাত্রলীগ হা‌বিবুর রহমান জ‌নি।

শোকসভার শুরু‌তে ‌কোরআন তেলাওয়াত ক‌রেন উপ‌জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল ম‌নি, গীতা পাঠ ক‌রেন যুবলীগ নেতা ইন্দ্র‌জিৎ ভট্টাচার্য্য।

শোকসভায় অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক এম‌পি ও উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল ম‌তিন, জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান ফজলু, উপ‌জেলা যুবলীগ নেতা আহসান রাব্বী, কেন্দ্রীয় ছাত্রলী‌গের সহ সম্পাদক সাঈদ খান শাওন, সা‌বেক ছাত্রলীগ নেতা জীবন রহমান সহ উপ‌জেলা যুবলী‌গের বি‌ভিন্ন ইউ‌নিয়ন ক‌মি‌টির যুবলী‌গের নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।

বঙ্গবন্ধুর একসময়কার ঘ‌নিষ্ট সহচর, গুপ্তচর, বঙ্গবন্ধুর খু‌নি খন্দকার মোস্তা‌কের আদ‌লে কুলাউড়ায় কিছু আওয়ামী শত্রু আ‌ছে উ‌ল্লেখ ক‌রে বক্তারা ব‌লেন, এ‌দের থে‌কে সাবধান থাক‌তে হ‌বে। এরা ষড়য‌ন্ত্রে লিপ্ত। জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে সকল ষড়যন্ত্র মোকা‌বেলা ক‌রে এ‌গি‌য়ে যে‌তে হ‌বে। তাই সকল বঙ্গবন্ধুর আদ‌র্শের সৈ‌নিক‌কে ঐক্যবদ্ধ হ‌তে হ‌বে।

সিলেটভিউ২৪ডটকম/১৯আগস্ট২০১৯/শাকির

শেয়ার করুন

আপনার মতামত দিন