আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ১০:৪৭:২৭

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার:: শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।


মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স হলে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সহিদ হোসেন ইকবাল, পৌর আওয়ামীলীগের সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল ব্যবসায়ি সমিতির সম্পাদক মো.কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, টি হ্যাভেন রিসোর্টের পরিচালক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বোনার্জি, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল করিম ও আওয়ামীলীগ নেতা শেখ উপরু মিয়া।
 
এসময় সভায় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো.শাহিদুল আলম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আছকির মিয়া, প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন সবার সাথে পরিচিত পর্ব শেষে উপস্থিত অনেকেরই বক্তব্য এবং অভিযোগ শুনেন। পরে নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এসব বিষয়ে সমস্যা দূরীকরণের আশ্বাস দেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন