Sylhet View 24 PRINT

কুলাউড়ায় চা শ্রমিকদের মেয়াদোত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২২ ১১:০৯:৫৯



নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে বেশ কিছুদিন ধরে শ্রমিকদের রেশনে মেয়াদোত্তীর্ণ আটা সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই আটা খেলে পেটের পীড়াসহ নানা ধরণের রোগের সৃষ্টি হতে পারে।

কালিটি চা বাগান সূত্রে জানা গেছে, এখানে মোট শ্রমিক আছেন ৫৪০ জন। প্রত্যেকে রেশন হিসেবে প্রতি সপ্তাহে সাড়ে তিন কেজি থেকে সর্বোচ্চ ১০ কোজ পর্যন্ত আটা পান। তিন চার সপ্তাহ ধরে বাগান কর্তৃপক্ষ ১ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি ‘সেনা’ নামের দুই কেজির প্যাকেটের আটা সরবরাহ করেছে। মোড়কের গায়ে আটা উৎপাদনের তারিখ চলতি বছরের (২০১৯) ২৩ এপ্রিল দেওয়া। মেয়াদ শেষের তারিখ রয়েছে ১৬ জুন।

বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির শম্ভূ দাস বলেন, বিষয়টি নজরে পড়ার পর তারা বাগানের ব্যবস্থাপককে জানিয়েছেন। এর জবাবে ব্যবস্থাপক এই আটা খেলে সমস্যা হবে না বলে তাদের ফিরিয়ে দেন।

বাগানের ব্যবস্থাপক প্রণব কান্তি দাস বলেন, মেয়াদোত্তীর্ণ আটার বিষয়টি জানা ছিলো না। এ ব্যাপারে আগে তাদের কাছে কেউ অভিযোগ করে নি। তবে ভবিষ্যতে এই আটা শ্রমিকদের দেওয়া হবে না।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, মেয়াদোত্তীর্ণ আটা সরবরাহ বেআইনী। এ ধরনের আটা সরবরাহ করলে আইনে জরিমানার বিধান আছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সিলেটভিউ২৪ডটকম/২২আগস্ট২০১৯/শাকির

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.