আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কুলাউড়ায় মিলিপ্লাজার ব্যবসায়ীদের নিয়ে বার্ষিক আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০৯ ১৯:১০:৫২



নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: কুলাউড়ার সর্ববৃহৎ মার্কেট মিলিপ্লাজার ব্যবসায়ীদের নিয়ে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে মার্কেটের অফিসে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম জাহেদের সভাপতিত্বে শুরুতেই মার্কেটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বিস্তর আলোচনা করেন মার্কেটের অন্যতম সত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক, লন্ডন প্রবাসী আলহাজ্জ্ব আতিকুর রহমান মিয়া।

মিলিপ্লাজার সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল মালিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ, পূবালী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক হামিদুল হক, সাউথইষ্ট ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক সোয়েব আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজির উদ্দিন, মিলিপ্লাজার প্রধান ব্যবস্থাপক মো. নাসের হায়দার, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সম্পাদক আব্দুল মুহিত বাবলু, সাবেক সহ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, ব্যবসায়ী সমিতির ৭নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানকে মার্কেটের ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়াও মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে বিগত দিনে যারা নিয়মিত দোকান ভাড়া পরিশোধ করেছেন তাদেরকেও ব্যবসায়ী সম্মননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পরিশেষে মার্কেটের প্রতিষ্ঠাতা সত্বাধিকারী মরহুম তজই মিয়ার রুহের মাগফেরাত এবং ব্যবসায়ী, দেশ ও উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মার্কেটের মসজিদের ইমাম মাওলানা শাহ কামাল।

সিলেটভিউ২৪ডটকম/৯সেপ্টেম্বর২০১৯/শাকির

@

শেয়ার করুন

আপনার মতামত দিন