আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৩ ২০:৩৬:০০


কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে চা বাগানের লক্ষ্মী নারায়ণ মাদ্রাজী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগান সংলগ্ন ধলাই নদীতে এ ঘটনাটি ঘটেছে। নিহত লক্ষ্মী ধলই চা বাগানের নারী চা শ্রমিক আছিয়া মাদ্রাজীর ছেলে।

জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী লক্ষ্মী নারায়ণ মাদ্রাজীসহ দুই ভাই দুপুরে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকা থেকে কলমি ঘাস কাটছিল। এ সময়  লক্ষ্মী নারায়ণের হাত থেকে দা পড়ে যায় ধলাই নদীর পানিতে। পরে দা খোঁজে নামতে গিয়ে পানির নিচে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে লাশ উদ্ধার করতে না পেরে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে ফায়ার সার্ভিস লক্ষ্মীর নারায়ণের লাশ এখনও উদ্ধার করতে পারেনি।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মী নারায়ণের বাড়ি শমশেরনগর চা বাগানের বড় লাইন শ্রমিক বস্তিতে। তবে তারা ধলই চা বাগানে মামা সত্য নারায়ণ মাস্টারের বাড়িতে থেকে লেখা পড়া করছিল। লাশ উদ্ধার করতে এখন ডুবুরির সহায়তা চাওয়া হবে বলেও ইউপি চেয়ারম্যান জানান।
 
সিলেটভিউ২৪ডটকম/১৩সেপ্টেম্বর২০১৯/শাকির/জেএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন