আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৩ ২০:৪৭:৫৮



শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইসবপুর গ্রামের তামিম রিসোর্ট এর পাশ থেকে প্রায় পাঁচ ফুট লম্বা এই অজগর সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে ধানখেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, শুক্রবার সকাল বেলা গ্রামের কৃষকরা ধানখেতে কাজ করতে গেলে তারা সাপটি দেখতে পায়। তারা আমাদের খবর দেয়। আমরা দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি বর্তমানে সুস্থ অবস্থায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রয়েছে। শীঘ্রই এটিকে বনে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হবে। বনে অজগর সাপের খাদ্য ও বাসস্থান এর অভাবের কারনে খাদ্যে সন্ধানে বন ছেড়ে প্রায়ই অজগর সাপ লোকালয়ে চলে আসছে বলেও তিনি জানান।


সিলেটভিউ২৪ডটকম/১৩সেপ্টেম্বর২০১৯/শাকির/সদেচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন