আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো তালামীয

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ২২:২৩:৫৫

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় এবারের আলিম-এইচএসসি এবং দাখিল-এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা সদর ইউপি হলরুমে আয়োজিত সভায় উপজেলা তালামীযের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন তালামীযের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন আনজুমানে আল-ইসলাহ্’র বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, কেন্দ্রীয় তালামীযের সহ-অফিস সম্পাদক মো. তৌরিছ আলী, মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, বড়লেখা সদর ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আল-ইসলাহ্’র সিনিয়র সহসভাপতি কেএম ছালেহ আহমদ কবির ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল মুমিত,  উপজেলা আল-ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মো. নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শিক্ষক মো. শামছুল ইসলাম, জেলা তালামীযের সদস্য মো. আফজাল হোসাইন সাজু।

এসময় উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল হামিদ, জয়নুল ইসলাম ও মুসলিম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৫ সেপ্টেম্বর ২০১৯/এজেএল/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন