Sylhet View 24 PRINT

কুলাউড়ার ছামী ইয়ামী ও পাকশী রেস্টুরেন্টকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৬ ১৯:৩০:২০



নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: কুলাউড়া পৌর শহরের অতি পরিচিত দুই রেস্টুরেন্ট ছামী ইয়ামী চাইনিজ রেস্টুরেন্ট ও পাকশী রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে গ্রিলসহ রান্না করা খাদ্য পণ্যের সাথে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পৌর শহরের হাসপাতাল রোড, স্টেশনরোডস্থ এই দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে হাসপাতাল রোডে অবস্থিত ছামী ইয়ামী রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত পাকশী হোটেলকে ১৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে গ্রিলসহ রান্না করা খাদ্য পণ্যের সাথে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬সেপ্টেম্বর২০১৯/শাকির


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.