আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় প্রিজম ফাউন্ডেশনের পেরেন্টস ইভিনিং

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৮ ২০:২৫:৪৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় প্রিজম ফাউন্ডেশন বড়লেখা (লন্ডন বাংলা স্কুল) এর পেরেন্টস্ ইভিনিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফাউন্ডেশনের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের ডাইরেক্টর ও এডুকেশন্যাল সুপারভাইজার সুভাষ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চক্রবর্তী।

বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের ডাইরেক্টর শাহাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, কোয়াবের সভাপতি সালেহ আহমদ জুয়েল, বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক জাহেদ আহমদ ও রবিউল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডাইরেক্টর ডা. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত অতিথিরা ফাউন্ডেশনের কাঠামো, লক্ষ্য ও উদ্দেশ্য দেখে ব্যাপক প্রশংসা করেন। এসময় প্রধান অতিথি ফাউন্ডেশনর জন্য কয়েকটি বই উপহার দেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৯/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন