আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

জুড়ীতে শিল্প-পণ্য মেলার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২১ ২৩:০৫:১১

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে প্রতিবন্ধীদের কল্যাণে জুড়ীতে মাসব্যাপী শিল্প-পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

পরে জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, আকিজ গ্রæপের অপারেশন ডাইরেক্টর এম এ রউফ, ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সালেহ উদ্দিন আহমদ, শাহাব উদ্দিন লেমন, শ্রীকান্ত দাস, সিলেট সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. মঈন খাঁন বাবলু প্রমুখ।

পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৯/এমএএল/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন