আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২২ ১৭:৪৩:০৫

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর গুরুত্বপূর্ণ জনপদ। গুরুত্বপূর্ণ জনপদ এলাকায় শমশেরনগর বাজারের বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনের রেখে প্রচার প্রচারণায় পাশাপাশি পোস্টারে বিলবোর্ডে সয়লাব গোঠা বাজার। সকল পদের উর্ধে প্রচারণায় নির্বাচনী মাঠে মুখে মুখে কে হচ্ছেন সভাপতি ও সম্পাদক।

জানা যায়, সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২জন, প্রচার সম্পাদক পদে ২ জনসহ ১৬ জন ও তিন ওয়ার্ডে ৯টি পদে ২২জন সদস্য প্রার্থী প্রার্থীতায় প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা করছেন যারা সভাপতি পদে আব্দুল হান্নান (মোমবাতি) মো. আইয়ুব আলী (ছাতা), ও মাহমুদুর রহমান আলতা (আনারস)। সহ-সভাপতি পদে আব্দুল মান্নান (টেবিল), জামাল মিয়া (গরুর গাড়ি), জিল্লুল হক মামুন (কাপ প্লেট)।

সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান মোশাহিদ (ফুটবল), আব্দুস সামাদ সামাইল (দেয়াল ঘড়ি), আনোয়ার হোসেন (তালাচাবি)। সহ-সাধারণ সম্পাদক পদে বদিউল আলম বড় ভূঁইয়া (চশমা), আব্দুল করিম (সিএনজি অটোরিক্সা) ও মুজিবুর রহমান মজিদ (বাইসাইকেল)। কোষাধ্যক্ষ পদে জাহিরুল ইসলাম (গোলাপফুল) ও নির্মল চন্দ (নলকূপ)। প্রচার সম্পাদক পদে মো. মামুন হোসেন হাসিব (মাইক) ও সোহেল আহমদ (টেলিভিশন)। তিন ওয়ার্ডে ৯টি পদে ২২জন সদস্য প্রার্থী রয়েছেন।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার আব্দুল মোহিত বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোটারা এখন সচেতন। এজন্য নির্বাচনী প্রচারনা দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচনী প্রচারনার মত প্রার্থীরা কাজ করছেন।


সিলেটভিউ২৪ডটকম/২২ সেপ্টেম্বর ২০১৯/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন