আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৬ ১৭:৪৭:২৮

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং সরকারি ও বেসরকারি  বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্য্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিনের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

বক্তব্য রাখেন- জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সত্তার, পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৬ অক্টোবর ২০১৯/ওএফএন/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন