আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজার শিল্পনগরী পরিদর্শনে বিসিক সচিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ০০:৩৪:৩৬

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজার শিল্পনগরী এবং শিল্প সহায়ক কেন্দ্র পরিদর্শন করেছেন বিসিকের সচিব মোস্তাক আদমেদ (উপ-সচিব)।

সোমবার পরিদর্শনকালে তিনি বিসিক শিল্পনগরীর শিল্প ইউনিটসমূহ পর্যবেক্ষন করেন। পরবর্তিতে তিনি বিসিকের শিল্পমালিকদের সাথে বিসিক শিল্পনগরীতে বিদ্যমান ড্রেনেজ সমস্যা, পানির সমস্যা, নিরাপত্তা সমস্যাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিসিকের উপ-ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, শিল্পনগরী কর্মকর্তা মো. শাহনেওয়াজ শাওন, প্রমোশন অফিসার মজিবুর রহমান, বিসিক শিল্পনগরীর মালিক সমিতির সভাপতি সুব্রত পুরকায়স্ত, জেলা নাসিবের সভাপতি বকসি ইকবাল আহমেদ এবং শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে রফিকুল ইসলাম শামীম, বকসি মিছবাহ-উর-রহমান, শেখ আব্দুল আলীসহ অন্যান্যরা।

আলোচনায় বিসিক সচিব গুরুত্ব সহকারে শিল্প মালিকদের সমস্যা সমূহ লিপিবদ্ধ করেন এবং অতিদ্রুত সমাধানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/ওফানা/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন