আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে অপরিকল্পিত সুইসগেট অপসারণের দাবিতে স্মারকলিপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ১৭:৩৪:৪৫

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামের লাউয়াছড়ায় অপরিকল্পিতভাবে স্থাপিত সুইসগেট অপসারণ সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল ১১টায় এলাকার শতাধিক কৃষক বিক্ষোভসহকারে কৃষকরা এই স্মারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।

 ২৫০ ফুটের মতো পাহাড়ি ছড়ার বাঁধ নির্মাণ, নিরাপদ পানি প্রবাহের জন্য নদী খনন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, ছড়ার ভাঙ্গন এলাকার উভয় পার্শ্বে গার্ড ওয়াল নির্মাণ সহ বিভিন্ন দাবীও জানান  কৃষকরা ।

জানা যায়, সরকারি প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত এই সুইসগেটের কারণে আট গ্রামের ৩শ’ একর কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়ে। আদমপুর ইউনিয়নের অন্তর্গত নয়াপত্তন-কোনাগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে সুইসগেটটি স্থাপিত হয়। এটা স্থাপনে অবকাঠামোগত ত্রুটির কারণে অল্প বৃষ্টিতেই পাহাড় থেকে নেমে আসা পানি, ঝোপজঙ্গল, আবর্জনায় গেটের মুখবন্ধ হয়ে পড়ে। ফলে গোটা এলাকায় বন্যা দেখা দেয় এবং মাঝেরগাঁও প্রাথমিক বিদ্যালয় প্রবেশ রাস্তা, স্কুলের মাঠ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা
রাস্তাদিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

স্মারকলিপি প্রদানকালে জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জওহর লাল দত্ত, সদস্য আহমদ সিরাজ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সমাজ সেবক আনোয়ার হোসেন
বাবু, কৃষক নেতা মন্তাজ আলী, বিশ্বজিৎ সিংহ সহ বিভিন্ন গ্রাম থেকে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/জেএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন