আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ভোলার ঘটনায় বড়লেখায় বিক্ষোভ অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২১ ১৬:২৫:০৪

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখা।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ-তাওহীদি জনতার সংঘর্ষে চারজন নিহতের ঘটনার প্রতিবাদে ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীর ফাসির দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

সোমবার দুপুরে বড়লেখা শহরের মিছিল শেষে প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের উপজেলা সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর সভাপতি আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক জেলা সভাপতি এমএম আতিকুর রহমান, সাবেক জেলা সেক্রেটারি এনামুল হক, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফখরুল  ইসলাম, ফয়ছল আলম স্বপন,মনসুর আহমদ, মাওলানা আব্দুল করিম,আনিসুল হক, মাওলানা শামছুল ইসলাম। এসময় উপজেলা সেক্রেটারি কামরুল হাসান, সুলতান আহমদ, নুরুল আলম, সিফার আহমদ, আব্দুল মুকিদ, সুলাইমান আহমদ, আবু তাহের, লাবিব সিদ্দিকি প্রমুখ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/২১ অক্টোবর ২০১৯/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন