আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৭ ১১:০২:১৭

নিজস্ব প্রতিবেদক, বড়লখা :: মৌলভীবাজারের বড়লেখায় কৃষি অফিসের উদ্যোগে সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় নির্বিঘ্নে বোরো ধান চাষ, ইঁদুর নিধন অভিযান, উচ্চ মূল্যের ফসল চাষ, নন-ইউরিয়া সারের ব্যবহার বৃদ্ধি, নিরাপদ ফসল উৎপাদনে বালাইনাশকের সঠিক ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে  আলোচনা হয়।

আলোচনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম অাল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার অাশরাফুল অালম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার উবায়েদ উল্লাহ খান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব পরিমল চন্দ্র সরকার প্রমুখ। সভা শেষে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল হতে কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রোকলি, পালং শাক ও পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৭ নভেম্বর ২০১৯/এজেএল/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন