Sylhet View 24 PRINT

বড়লেখায় আইনজীবী আবিদা হত্যাকান্ড: ৩ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ১৮:৪২:৫৮

নিহত আইনজীবী আবিদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর আইনজীবী আবিদা সুলতানা হত্যা মামলার ৩ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেন। 

চার্জশীটভুক্ত আসামীরা হলেন-নিহত আইনজীবি আবিদা সুলতানার গ্রামের মসজিদের ইমাম তানভীর আলম (৩৪)। তার ছোট ভাই আফছার আলম (৩০) এবং স্ত্রী হালিমা সাদিয়া (২৮)।

জানা গেছে, গত ২৬ মে বড়লেখার মাধবগুল গ্রামে পৈত্রিক বাসায় নির্মমভাবে খুন হন মৌলভীবাজার জজকোর্টের আইনজীবী আবিদা সুলতানা। তিনি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের মৃত হাজী আব্দুল কাইয়ুমের বড় মেয়ে। হত্যাকান্ডের পরই ওই বাসার অপরাংশের ভাড়াটিয়া ও মসজিদের ইমাম তানভীর আলম (৩৪) স্ত্রী ও মাকে শ্বশুড়বাড়ি পাঠিয়ে পালিয়ে যায়। পরদিন শ্রীমঙ্গল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে পুলিশ তার স্ত্রী হালিমা সাদিয়া (২৮) ও মা নেহার বেগমকে (৫৫) আটক করা হয়। এ ঘটনায় আবিদার স্বামী শরিফুল ইসলাম বসুমিয়া মসজিদের ইমাম তানভীর আলম, তার ছোটভাই আফছার আলম (৩০), স্ত্রী হালিমা সাদিয়া (২৮) ও মা নেহার বেগমকে (৫৫) আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম জানান, আইনজীবী আবিদা সুলতানা হত্যা মামলার এজাহার নামীয় ৩ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এদের দুজন কারাগারে এবং অপরজন আফছার আলম পলাতক রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/০৮ নভেম্বর ২০১৯/এজেএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.