আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় সাধারণ সম্পাদক পদবঞ্চিত আ.লীগ নেতার মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১১ ১৮:১৪:২৪

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি, উনার কর্মী হয়ে সারাজীবন কাজ করেছি, আজীবন কর্মী হয়ে পাশে থাকবো। পদ-পদবীর জন্য রাজনীতি করি না, করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেত্রীর কাছে পদের জন্য দৌঁড়ঝাঁপ করতাম।’

সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন একদিন আগে হয়ে যাওয়া কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল। ওই কাউন্সিল শেষে কেন্দ্রীয় আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজের উপস্থিতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে তাকে সদস্য মনোনীত করা হয়।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বাবা মরহুম আব্দুর রহিম মৌলভীবাজার জেলা মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে তিনি সারাজীবন আওয়ামীলীগের রাজনীতি করে গেছেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ভারতের কৈলাশহরের বাবু বাজার ক্যাম্পে স্বপরিবারে অবস্থান করি। বাবার দেখানো পথেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে নিজেকে বিসর্জন দিয়েছি। ১৯৭৯ সালে কুলাউড়ার এনসি স্কুলের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি। ১৯৮৩ সালে কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক, ১৯৮৫ সালে সাধারণ সম্পাদক, ১৯৮৭ সালে সভাপতি নির্বাচিত হই। ওই একই বছর কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। একই বছর কুলাউড়া ডিগ্রি কলেজের ইতিহাসে ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হই।  আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারনে ১৯৮৭ সালে বিশেষ ক্ষমতা আইনে সাড়ে ৯ মাস কারাবরণ করি। ওই সময়ের পুলিশের নির্যাতনের ক্ষত এখনো আমাকে কষ্ট দেয়। এখনো আমি ঠিকমতো হাঁটতে পারিনা।’

তিনি বলেন, ‘১৯৯১ সালে আমি প্রথম কুলাউড়া উপজেলা আওয়ামলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৭ সালে সাংগঠনিক সম্পাদক, ২০০৪ সালে আমি সাধারণ সম্পাদক প্রার্থী থাকলেও আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ১৯৯৭ সালে আমি উপজেরার রাউৎগাঁও ইউনিয়ন থেকে প্রথমবারের মতো আওয়ামীলীগের পক্ষ থেকে চেয়ারম্যান নির্বাচিত হই। পরবর্তিতে পুনরায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই।’

এক এগারোর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘দলের সভানেত্রী এবং দলের সঙ্কটময় ওই সময় আমি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করি। দলের ওইসময়কার আন্দোলনে নিজেকে বিলিয়ে দেই।’

আমেরিকা প্রবাসে অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘আমি ২০০৯ সালে আমেরিকা যাই এবং ২০১৪ সালে আমি পুনরায় দেশে আসি। ওই সময়ে আমি আমেরিকার নিউজার্সি স্টেট আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করি। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রধান সমন্ময়কারী হিসেবে দায়িত্ব পালন করি। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করি।’

কুলাউড়া উপজেলা আওয়ামলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ গত রবিবার (১০ নভেম্বর) আমি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। আমার প্রতি উপস্থিত কাউন্সিলরদের ব্যাপক সমর্থন ছিলো। কিন্তু দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আমাকে দলীয় সভানেত্রীর মেসেজ জানিয়ে বলেন, ‘তুমি তোমার (আমি) প্রার্থীতা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন নেত্রী।’ আমি তাৎক্ষনিক কোন বিচার বিশ্লেষণ না করে দলীয় সভানেত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করি। যেহেতু আমার বাবা আজীবন আওয়ামীলীগ করে গেছেন, বঙ্গবন্ধুর নির্দেশ মেনে গেছেন, আমিও উনার সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থীতা প্রত্যাহার করেছি।’

কাউন্সিলে তিনি কাউকে সমর্থন দেননি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কাউকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করিনি। আমি শুধু আমার দলের সভানেত্রী পাঠানো মেসেজের সম্মানার্থে প্রার্থীতা প্রত্যাহার করেছি।’
উল্লেখ্য, গত রোববার দীর্ঘ ১৫ বছর অনুষ্ঠিত হয় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলন ও কাউন্সিল শেষে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন। এতে তোফায়েল ছাড়াও সভাপতি মনোনীত হোন কুলাউড়া উপজেলার সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু এবং সাধারণ সম্পাদক মনোনীত হোন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের ছেলে আ.স.ম. কামরুল ইসলাম। এছাড়াও সদ্য সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. সফি আহমদ সলমান নবগঠিত উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং সাবেক উপজেলা আওয়ামলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মতিনকে সদস্য মনোনীত করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১১ নভেম্বর ২০১৯/শাকির

@

শেয়ার করুন

আপনার মতামত দিন