আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে আগুনে চারটি দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৫ ১৭:৩৫:৫২

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া খেয়াঘাট বাজারে ঘটেছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বাজার এলাকায় কোন লোকজন ছিলেন না। পার্শ্ববর্তী বাড়ীর লোকজন আগুনের শব্দ শুনে ঘুম থেকে উঠে হাল্লাচিৎকার শুরু করলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘন্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে করুনাময় দেবের হোটেল, হেলাল মিয়ার সবজি দোকান, মিছবাহ উদ্দিনের সাইকেল পার্সের দোকান ও উত্তম দেবের ফার্মের দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এ মার্কেটে বিদ্যুৎ সংযোগ নেই, হোটেলের চুলায়ও কোন আগুন ছিল না। ধারণা করা হচ্ছে শত্রুতাবশত কেহ আগুন লাগাতে পারে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলাম। প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয়। এখন সব হারিয়ে নি:স্ব হয়ে গেলাম। 

কুলাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।


সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৯/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন