আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে পেঁয়াজের কেজি ২শ’ টাকা, হতাশ সাধারণ ক্রেতারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৫ ১৭:৫৬:০০

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পেঁয়াজের দাম বৃদ্ধির পর প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা থেকে ১৩০ টাকায় বিক্রি হলেও বৃহস্পতিবার আকস্মিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে কেজি ২শ’ টাকা বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা।

২শ’ টাকা দামে হতাশ হয়ে পড়ছেন সাধারণ ক্রেতারা। তবে বাজারে পেঁয়াজ নেই ব্যবসায়ীদের এমন যুক্তিতেই মফস্বলের বাজার সমুহে পেঁয়াজের দাম বাড়লো।

উপজেলার শমসেরনগর, ভানুগাছ বাজার ঘুরে দেখা যায়, আকস্মিকভাবে বাজারে পেঁয়াজের কেজি ২শ’ টাকা। পরে সাংবাদিকদের তৎপরতা ও প্রশাসনের নজরদারি ভয়ে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হয়।

ক্রেতা তানভীর এলাহী, সাদেক হোসেন, নূরুল মোহাইমীন বলেন, হঠাৎ ২শ’ টাকা কেজি দেখা যায়। শুক্রবার ১৮৫ টাকা। এখন পেঁয়াজ কেনাই দায়।

ব্যবসায়ী রিয়াজুল হক, জুয়াহিদুর রহমান বলেন, বাজারে পেঁয়াজের যে অবস্থা তাতে আর বিক্রি করা সম্ভব নয়।

শুক্রবার ১৬৫ টাকায় কিনে ১৭০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন বলে দাবি করেন। পেঁয়াজের অস্থিরতা এখন তৃণমুলের সাধারণ মানুষ উৎকন্ঠিত।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, বিষয়টি তদারকি করা হয়েছে। মনিটরিং করার সময় দেখা যায় পেয়াজ বিক্রেতারা খরিদ দর থেকে ৫/১০টাকা বেশি নিচ্ছে। এর পরও ভোক্তা অধিকার নিয়মিত অভিযান করছে।


সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৯/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন