আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট আগমনের শতবর্ষতে কমলগঞ্জে আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৬ ১৬:১৭:০২

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট আগমনের শতবর্ষ পুর্তিতে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় আম্বিয়া কিল্ডান গার্টেন স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গনে এ আলোচনা সভা হয়।

আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বীর এলাহীর পরিচালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভাষা বিজ্ঞানী ড.সেলু বাছিত।

মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ আলমগীর।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, তাজপুর ডিগ্রী কলেজের সহযোগি অধ্যাপক ড. রনজিৎ সিংহ, কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, আব্দুল গফুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কথা সাহত্যিক সাংবাদিক আকমল হোসেন নিপু। প্রবন্ধ উপস্থাপক আহমদ সিরাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন- দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক সুব্রত রায় সঞ্জয়, এডভোকেট সানোয়ার হোসেন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/১৬ নভেম্বর ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন