Sylhet View 24 PRINT

বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করা লজ্জার: পরিবেশমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ২১:৫১:০৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। যেখানে দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষক, সেখানে কেন বিদেশ থেকে পেঁয়াজ আনতে হবে। কৃষি নির্ভরতা কম থাকায় আমাদের বাইরের দেশ থেকে কৃষিপণ্য আমদানি করতে হয়। এখন বিদেশ থেকে পেঁয়াজ আনতে হচ্ছে। সঠিকভাবে দেশে পেঁয়াজ উৎপাদন করলে এমন সংকট দেখা দিত না। দামও বাড়ত না। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পেঁয়াজ থাকত।’

রবিবার (১৭ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে রবি’ ১৯/২০ মৌসুমে ৯৫৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘কৃষি প্রধান একটি দেশে বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করা লজ্জার বিষয়। আগে আমাদের অঞ্চলে বাজার থেকে শুধু কেরোসিন ও লবন কিনতে হত।  পেঁয়াজসহ অন্যান্য কৃষিপণ্য নিজ থেকে উৎপাদন করা হত। এখন সেই দিনগুলো নেই। মানুষের মাঝে কৃষি নির্ভরতা কমে গেছে। সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। কৃষি নির্ভরতা বাড়াতে হবে। এক সময় অন্য দেশ থেকে আমাদের চাল কিনতে হত। এখন দেশে বেশি পরিমাণে চাল উৎপাদন হচ্ছে। ফলে আমাদের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি সম্ভব হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। কৃষি কর্মকর্তা দেবল সরকারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, এপিপি গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৯/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.