আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে প্রাথমিকে ৫৮ ও ইবতেদায়ী সমাপনীতে ১৬জন অনুপস্থিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৮ ০১:২১:৪২

জুড়ী প্রতিনিধি :: জুড়ীতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৭৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন অনুপস্থিত ছিল। প্রাথমিক শিক্ষা সমাপনীতে উপজেলার ২৫৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন এবং ইবতেদায়ীতে ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুপস্থিত থাকে।

উপজেলার ১০টি কেন্দ্রের মধ্যে হোছন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ২৩৫ জনের মধ্যে ৫ জন ও ইবতেদায়ীতে ৩৯ জনের মধ্যে ১ জন, হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ১০৯ জনের মধ্যে ৩ জন, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৩৮৮ জনের মধ্যে ৮ জন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৫৪৩ জনের মধ্যে ১০ জন ও ইবতেদায়ীতে ৮২ জনের মধ্যে ৯ জন, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ২৮৮ জনের মধ্যে ৫ জন, সাগরনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ২৯১ জনের মধ্যে ৭ জন ও ইবতেদায়ীতে ৪০ জনের মধ্যে ৬ জন, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ২৩৬ জনের মধ্যে ১০, ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ১৯২ জনের মধ্যে ২ জন, কচুরগুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ১৪৮ জনের মধ্যে ৬ জন এবং পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ১১৭ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।

এদিকে ইবতেদায়ীতে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জন, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮ জন, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬ জন ও ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭ জনের সকলেই পরীক্ষায় অংশ নেয়।

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৯/এমএএল/ডিজেএস


শেয়ার করুন

আপনার মতামত দিন