আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় নিখোঁজ স্কুলছাত্র সাফোয়ানের সন্ধানের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০১ ১৫:৪৪:৩৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজ স্কুলছাত্র মোহাম্মদ সাফোয়ানের সন্ধানের দাবিতে মানববন্ধন হয়েছে। পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি এবং শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। রোববার (০১ ডিসেম্বর) বেলা একটায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ, শিক্ষার্থী আদনান আহমদ, সাবের হোসেন, মুহতাসিম মাহদী শাওন, শামীম আহমদ, আশরাফ হোসেন ও সুমন আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পিসি হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী সাফোয়ান গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। এতে তার পরিবার খুবই উদ্বিগ্ন। এতো ছোট একটা ছেলে এতদিন ধরে নিখোঁজ রয়েছে, এটা খুবই উদ্বেগের ব্যাপার। আমরা চাই প্রশাসন তাকে দ্রুত খুঁজে বের করুক। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ সাফোয়ান (১৫) উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। সাফোয়ান পরিবারের সঙ্গে বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাফোয়ান বাজারে চাল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। এতে তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সাফোয়ানের বড় ভাই মোহাম্মদ সালমান বড়লেখা থানায় একটি জিডি করেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী রোববার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বলেন, ‘এখনো সাফোয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। জিডির পর থেকেই আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। এখনো এক জায়গায় অভিযানে আছি।’


সিলেটভিউ২৪ডটকম/১ ডিসেম্বর ২০১৯/লাভলু/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন