আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী ৪২তম তাফসির মাহফিল সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ১৮:১৩:০৬

সিলেট :: শ্রীমঙ্গলে পৌর তাফসির পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপী ৪২তম ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল গতকাল রবিবার রাত ১১টয় মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেশ করেন বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুজিবুর রহমান চট্টগ্রাম, মাওলানা মুফতি বশির আহমদ, মাওলানা মামনুনুল হক, মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, মাওলানা মুশাহিদ কাসেমী, মাওলানা মুজাহিদ আহমদ, মাওলানা সাদত আমীন বর্ণভীসহ স্থানীয় উলামায়ে কেরাম।

তাফসির মাহফিলে বক্তারা বলেন, শিরক-বিদআত, দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে কুরআন-সুন্নাহর বিকল্প নেই। জীবনের সর্বক্ষেত্রে রাসুল (স.) এর আদর্শ প্রতিষ্ঠা করলেই কেবল সন্ত্রাসমুক্ত আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব।

সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/প্রেবি/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন