আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সীমান্তে সন্ত্রাস ও নাশকতা রোধে কুলাউড়ায় যৌথ গণ-শুনানি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১৮:৫০:৪৮


নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ গণ-শুনানি অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন, পুলিশ এবং বিজিবি’র সমন্বয়ে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে যৌথ গণ-শুনানি হয়।

কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চাতলাপুর চা বাগান কারখানা প্রাঙ্গণে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে গণ শুনানি। ওই সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ, (বিপিএম), মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) তানিয়া সুলতানা।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে গণ-শুনানিতে আরও উপস্থিত ছিলেন কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, এনএসআই’র উপ-পরিচালক আব্দুল্লাহ, এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. ইফতেখার এনাম, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, চাতলাপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মোস্তফা কবির,  আলীনগর বিজিবি ক্যাম্পের সুবেদার

গণশুনানী অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত এলাকায় নানা ধরণের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এর মধ্যে চোরাচালান ও মাদক অন্যতম। এগুলোর সাথে সীমান্ত সন্ত্রাস প্রতিরোধ না করতে পারলে সামাজিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে। তাই জনপ্রতিনিধিদের সাথে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সীমান্ত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/৫ডিসেম্বর২০১৯/শাকির

@

শেয়ার করুন

আপনার মতামত দিন