Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির মেধা যাচাই পরীক্ষা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৬ ১৫:৩৪:৪৫

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজারের বাহারমর্দান সমাজ কল্যান সমিতির মেধা যাচাই পরীক্ষা ২০১৯ সম্পন্ন হয়েছে।

শুক্রবার আয়োজনে ৬ষ্ঠ বারের মত মৌলভীবাজার সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২টি কে.জি স্কুল এবং ৫টি মাদ্রাসার প্রায় ৫৯৭ জন শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।

এসময় পরীক্ষা পরিদর্শন করেন- প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ছেলে সমাজ সেবক শফিউর রহমান বাবু, বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম, বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রুপিয়ান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আউয়াল, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান, বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্ঠা আহমেদুর রহমান নান্না, সিনিয়র উপদেষ্টা সিরাজুল ইসলাম পিপুল।

আরো উপস্থিত ছিলেন- বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির সভাপতি মন্জু হক, সহ-সভাপতি মোয়াইমিনুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহান রাসেল, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়কের মো. রাহি আহমদসহ এলাকার শিক্ষানুরাগী, ক্লাবের উপদেষ্টামন্ডলী, সাংবাদিকবৃন্দদ, ক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও ক্লাবের সাধারণ সদস্যরা।


সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৯/ওএফএন/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.