আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১৮:২৪:৩০


নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৯ পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি’র সহযোগিতায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সনাক সদস্য নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, দুপ্রক সভাপতি ডা.হরিপদ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেছার আহমদ, দুদকের হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. এরশাদ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ৫নং কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, ৩নং ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায়, দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, সততা সংঘের সদস্য, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/৯ডিসেম্বর২০১৯/শাকির

@

শেয়ার করুন

আপনার মতামত দিন