আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রাজনগরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াচ্ছে ‘জেনারেশন ব্রেকথ্রু’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ১৬:৩৬:১৬

রাজনগর প্রতিনিধি :: প্রত্যন্ত অঞ্চলের স্কুল-মাদরাসায় পড়ুয়া কিশোর-কিশোরীদের মাঝে জেন্ডার সম্পর্কে রয়েছে অসচেতনতা। শৈশবে দেখা বৈষম্যমূলক সামাজিক রীতিনীতির কারণে অনেক কিশোর-কিশোরী তাদের পরবর্তী জীবনে জেন্ডার ভিত্তিক অপরাধে জড়িয়ে পড়ছে। এছাড়া এসব কিশোর-কিশোরী শিক্ষার্থীদের মাঝে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা না থাকায় সুরক্ষার অভাব রয়েছে।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এসব বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)।

বিদ্যালয়ে এসব বিষয়ে আলোচনার পাশাপাশি গেমিংয়ের মাধ্যমেও তাদের সচেতন করতে কাজ করছেন তারা।

কিশোর-কিশোরীরা যাতে দায়িত্বশীল, স্নেহশীল, জেন্ডারভিত্তিক সমতার মনোভাব অর্জন ও চর্চা করার মানসিকতা গড়ে তুলতে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে এই প্রকল্পে সহযোগীতা করছে শিক্ষা মন্ত্রণালয় ও জতিসংঘ জনসংখ্যা তহবিল। রাজনগর উপজেলায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে।

প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। এসব কিশোর-কিশোরীরা যাতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এ ব্যাপারে যথাযথ শিক্ষার সুযোগ পায় সেলক্ষ্যে মঙ্গলবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধার শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প অভহিতকরণ সভা করেছে সিডব্লিউএডি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশিদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছামৎ হোসনে আরা তালুকদার, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ফিল্ড অফিসার ডাঃ নুর-এ-আলম, সিডব্লিউএডি’র প্রকল্প ফিল্ড ম্যানেজার মো. মিরাজুল ইসলাম, টেকনিক্যাল অফিসার নাসিমা আক্তার নিপা, মনশ্রী দেব জুঁই প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/এআরএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন