আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় কিশোরী সমাবেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ১৩:৪৭:২৪

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২
ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও সূচনা কিশোরী দল যৌথভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সিএনআরএস সূচনা প্রকল্প।

সমাবেশে উপজেলার বর্ণি ও বড়লেখা সদর ইউনিয়নের সূচনা কিশোরী দলের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে কিশোরী কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন, নৃত্য, গান, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, অপুষ্টি, বাল্যবিয়ে ও নারী নির্যাতনবিরোধী বিষয়ভিত্তিক নাটিকা প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

সকাল দশটায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সূচনার মনিটরিং কর্মকর্তা তৌহিদ কামাল তাপস ও জিসিডিও অসীম চন্দ্র দাস প্রমুখ।

সমাবেশ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন