Sylhet View 24 PRINT

শ্রীমঙ্গলে মনিপুরী নারী বিদ্রোহ দিবস উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৩ ১৭:১২:০৩

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ৩০তম নুপীলান স্বরণ দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার রামনগর মনিপুরী পাড়ায় মণিপুরী ওমেন্স স্যোশাল ডেবোলাপমেন্ট অরগানাইজেশন এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ আব্দুস শহীদ।

মণিপুরী ওমেন্স স্যোশাল ডেবোলাপমেন্ট অরগানাইজেশন এর সভাপতি ফজাতম্বী দেবীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, ভারতের মনিপুর প্রদেশের বিজিপি (ভারতীয় জনতা পার্টি) সভাপতি এল বিরজিৎ সিং, অল মনিপুর ওমেন ভলেন্টিয়ারী এসোসিয়শেন সভানেত্রী কুঞ্জ রানী দেবী, লেখক ও কবি এ কে শেরাম।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ভারত থেকে আসা জনপ্রিয় কন্ঠ শিল্পী শ্রী নব শর্মা। স্বরণ দিবস উপলক্ষে আলোচনা সভা মনিপুরী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, ১৯৩৯ সালে ভারতের মনিপুর রাজ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন মণিপুরি নারীরা। নারীরা মিছিল ব্রিটিশদের বিভিন্ন অন্যায় আদেশ প্রত্যাহারের দাবি জানান। মণিপুরি নারীরা তাদের দাবি নামায় মণিপুর থেকে ধান-চাল পাঠানো বন্ধ করতে চাপ সৃষ্টি করেন। এসময় সৈন্যদের বন্দুকের আঘাতে ওই স্থানে মণিপুরি নারী অনেকেই আহত হন। তাদের অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। শীর্ষ মণিপুরি নারী নেত্রীদের ১০ জনকে বন্দি করা হয়। এ অবস্থায়ও অসম সাহসী মণিপুরি নারীরা পিছু হটে যাননি। ১২ ডিসেম্বর মুনিপুর রাজ্যে বিশাল আন্দোলনে রুপ নেয়। পরদিন ১৩ ডিসেম্বর মণিপুর থেকে ধান-চাল অন্যত্র পাঠানো বন্ধ করার ঘোষণা প্রদান করেন।

এ দিবসটিকে মণিপুরি সমাজ 'নারী বিদ্রোহ' বা 'নুপীলান দিবস' হিসেবে প্রতি বছর পালন করে আসছে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৯/ডিসিএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.