আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

লাউয়াছড়ায় দুর্ঘটনায় বানরের মূত্যু!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ১৯:৩১:০৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত জাতীয় উদ্যান লাউয়াছড়ার ভেতর দিয়ে বয়ে চলা সড়কে চলন্ত গাড়ির ধাক্কায় ১টি বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান গেইটে এ ঘটনা ঘটে।

জানা যায়, লাউয়াছড়ার প্রধান গেইটের পায় ১০ গজ দূরে রাস্তা পারাপারের সময় দ্রত গতির একটি পিকাপের সাথে ধাক্কা খেয়ে বানরটি রাস্তায় পড়ে যায়। এ সময় বানরটির মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। বিভাগীয় সহকারী বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ) আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় কোন বানরের মৃত্যু হয়েছে বলে আমার জানা নেই।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/জয়নাল/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন