আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে অল্পের জন্য অজগরের মুখ থেকে রক্ষা পেল শিশু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৮ ১২:৪১:০৩

সিলেটভিউ ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে অল্পের জন্য অজগরের কবল থেকে রক্ষা পেয়েছে হাসি নামে ৩ বছরের এক শিশু।

বৃহস্পতিবার বিকালে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে রাতে স্থানীয় পুঁটিছড়া জঙ্গলে বনবিভাগ অজগরটিকে অবমুক্ত করেছে।

বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনা পাহাড় চা বাগানের লাকড়ি টিল্লা এলাকায় বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ির উঠানে খেলা করছিল চা শ্রমিক রাজকুমার রবিদাসের ৩ বছরের শিশু ছেলে হাসি। হঠাৎ প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ শিশুটির দিকে অগ্রসর হলে সে চিৎকার দিতে থাকে।

তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে অজগর সাপটিকে আটক করে বস্তাবন্দী ও শিশু সন্তানকে উদ্ধার করেন। পরে বনবিভাগের জুড়ী রেঞ্জ অফিসে খবর দেয়া হলে রেঞ্জ কর্মকর্তা এনামুল হক অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান, জনতার হাতে আটক অজগর সাপটি তিনি উদ্ধার করেন। রাতেই পুঁটিছড়া জঙ্গলে সেটিকে অবমুক্ত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২০/যুগান্তর/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন