Sylhet View 24 PRINT

কমলগঞ্জে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ১০:৩৪:৫০

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ পদবি পরিবর্তন করে বেতনস্কেল উন্নীত করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি ও সমাবেশ করেন।  মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন।

অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক রেনু কুমার সিংহ ও আজিজুর রহমান জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতনস্কেল উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী ২০১১ সালের ১৯ জুন পদবি পরিবর্তনের অনুমোদন দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিষয়টি তুলে আছে। এ অবস্থায় মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মধ্যে হতাশা, ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ অবস্থায় দাবি আদায়ে কেন্দ্রঘােষিত কর্মবিরতির কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সার্টিফিকেট সহকারি শওকত আলী, নামজারি সহকারি সানাউল করিম, নাজির, সোনিয়া, সায়মিন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২০/জেএ/মিআচৌ 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.