আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারে ৯ঘন্টা পর আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ১৬:১৫:০৬

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজারে ভোর ৬টা থেকে ৪৮ ঘন্টার জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা সড়ক পরিহন শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার দুপুর ২টায় শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো.আলমগীর হোসেন ও শ্রীমঙ্গল থানার ওসি মো আব্দুছ ছালেক।

বৈঠকে শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় প্রশাসন। এর প্রেক্ষিতে শ্রমিক ঐক্য পরিষদ বেলা ৩টায় পরিবহন ধর্মঘট ২৭ জানুয়ারী পর্যন্ত স্থগিত ঘোষনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আজাদুর রহমান অদুদ।

তিনি জানান, “প্রশাসন ২৭ জানুয়ারী পর্যন্ত সময় নিয়েছে। আমরা ওই সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করলাম”।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পাবেল আহমদ, সদস্য সচিব আজাদুর রহমান অদুদ, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ।

এদিকে ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলাব্যাপী সর্বস্তরের পরিবহন ধর্মঘটে অভ্যন্তরীন কোনও রুটে দূরপাল্লার কোন ধরনের যানবাহান চলাচল করে নি। আকস্মিক এই ধর্মঘটে বিপাকে পড়েন শিক্ষার্থী, নানা পেশাজীবি ও সাধারণ মানুষজন। ঢাকা-সিলেটের সাথে সারাজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যানবাহনের পাশাপাশি, সাধারণ যাত্রী পরিবহণগুলো চলাচলেও বাঁধা সৃষ্টি করছেন শ্রমিকরা।

তবে ধর্মঘট চলার ফাঁকে ফাঁকে সিএনজি অটোরিক্সায় জেলার বিভিন্ন সড়কে মানুষজন চলাচল করতে দেখা গেছে।


সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০২০/ওএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন