আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বড়লেখায় অবৈধভাবে পার্কিং ও কাগজপত্র না থাকায় ১৩ যানবাহনে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৭ ১৯:২৬:১৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি যানবাহনকে ৪ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে গাড়ি পার্কিং এবং ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়। 


সোমবার বেলা ১২টা থেকে একটা পর্যন্ত পৌরশহরে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। 

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা সোমবার রাতে বলেন, অবৈধভাবে গাড়ি পার্কিং করায় এবং ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৩টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সিলেটভিউ২৪ডটকম/২৭ জানুয়ারি ২০২০/এজেএল  

শেয়ার করুন

আপনার মতামত দিন