Sylhet View 24 PRINT

বড়লেখায় বই মেলা ও বসন্ত উৎসব আজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৬ ০০:২৬:৩১

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় দ্বিতীয়বারের মতো একদিনের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বড়লেখা নজরুল একাডেমি এই মেলার আয়োজন করেছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলা চলবে।

এছাড়া প্রতিবারের মতো এবারও বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বই মেলা উপলক্ষে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা মুহাম্মদ তাজ উদ্দিন ও জুনায়েদ রায়হান রিপন শনিবার রাতে বলেন, বই মানুষকে পথ দেখায়, মানুষকে আলোকিত করে। মূলত মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে আমরা দ্বিতীয়বারের মতো বই মেলার আয়োজন করেছি। আশা করছি, বইপ্রেমী মানুষ বই মেলায় আসবেন। বই কিনবেন। প্রিয়জনকে বই উপহার দেবেন। সবাইকে বই পড়তে উৎসাহিত করবেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ ফেব্রুয়ারি ২০২০/এজেএল/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.