আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে শিক্ষকদের কর্মবিরতি, ক্ষুব্ধ হয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ১৭:১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের কর্মবিরতির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা।

রবিবার সকালে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা অবরোধ, মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে।

এসময় তারা শিক্ষকদের কর্মবিরতী প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষনা দেন।

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও বিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন ধরে কর্মবিরতির পালন করছেন। যার কারণে বন্ধ রয়েছে ক্লাস।

প্রথম শিফটের শিক্ষার্থী কামরান আহমেদ বলেন, “শিক্ষকরা ২য় শিফটের ক্লাস বন্ধ রাখায় শিক্ষার্থীরা অনেক ভোগান্তিতে আছে। ঠিকমতো ক্লাস না হওয়ায় তারা পরীক্ষায় ভালো রিজাল্ট করতে পারছি না। যেহেতু দ্বিতীয় শিফটে ক্লাস হচ্ছে না, তাই আমরা প্রথম শিফটের শিক্ষার্থীরা আগামীকাল থেকে ক্লাস করবো না”।

এবিষয়ে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান জানান, “শিক্ষকদের দাবি মূল বেতনের ৫০% (জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী) পর্যায়ক্রমে ১০০% উন্নীত করতে হবে সরকারকে। কিন্তু সরকার বারবার আশ্বাস দিয়েও অদৃশ্য কারণে সাড়া দিচ্ছেনা। ফলে শিক্ষকদের দ্বিতীয় শিফটের ক্লাস থেকে বিরত ছাড়া কোন উপায় নেই”।


সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০২০/এএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন