আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ১৮:৩০:৩৬

জুড়ী প্রতিনিধি :: রবিবার সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্ষুদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সরেজমিন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, ক্ষুদে ভোটাররা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ভোটাধিকার প্রয়োগ করছে। ক্ষুদে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে নির্বাচন কর্মকর্র্তারা ভোট গ্রহণ করছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ বলেন, ভোটাররা সু-শৃঙ্খল ভাবে ভোট প্রদান করেছে। ক্ষুদে নির্বাচন কর্মকর্তারা ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করে।


সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০২০/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন