আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৭ ১৭:৪২:০০

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নে আল-ইখওয়ান ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত প্রাথমিক, ইবতেদায়ী ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  একই অনুষ্ঠানে সংস্থার সাবেক সদস্য ও দানশীল ১৬ জন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গল্লাসাংগন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।  


এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি হোসাইন আহমেদ। সংস্থার সহ সভাপতি খালেদুর রহমান ও সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। 


অন্যদের মাঝে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ইউপি সদস্য রশিদ আহমেদ সুনাম, গল্লাসাংগন দাখিল মাদ্রাসার সুপার আখম আব্দুল মান্নান আজাদ, গল্লাসাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান, ফুলকুড়ি আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক লোকমান হোসাইন, সংস্থার উপদেষ্টা আব্দুস সবুর, ইউসুফ আলী, গণমাধ্যমকর্মী সুলতান আহমদ খলিল, সংস্থার উপদেষ্টা আশিকুর রহমান, সাবেক সভাপতি জুনায়েদ মাহমুদ, প্রবাসী আব্দুল হান্নান ও সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আমীন সায়মন, শিক্ষার্থী দ্বিপ অধিকারী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রচার সম্পাদক কাওছার আহমদ। আলোচনা সভা শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



সিলেটভিউ২৪ডটকম/২৭ ফেব্রুয়ারি ২০২০/লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন