আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজার রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২২ ১৮:৫৭:২৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: ঔষধ বিপনী ছাড়া মৌলভীবাজারের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছে প্রশাসন।

রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

জেলা প্রশাসক বলেন, শ্রম আইন অনুযায়ী রাত ৮টা পর দোকানপাট বন্ধ থাকার কথা বলা আছে, সেটাই আমরা বলবৎ করছি। করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় এটা আরো বেশি জরুরি। এ ব্যাপারে আজ শহরে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এছাড়া কেউ যেন দ্রব্যমূল্যের অধিক দাম না রাখেন, সেজন্য সচেতন করা হবে। দ্রব্যমূল্যের দাম যাতে কেউ না বাড়ায় সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নিজেদের জন্যই বিদেশফেরত প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে মানতে বলেন জেলা প্রশাসক। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/২২ মার্চ ২০২০/এএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন