আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

'হোম কোয়ারেন্টাইন' অমান্য : ৫ ব্যক্তিকে র‌্যাবের জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৩ ১৪:০২:২৫

(প্রতীকি ছবি)

মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করায় ৫ ব্যক্তিকে জরিমানা প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

সংবাদবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল রবিবার (২২ মার্চ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার একটি এলাকায়  হোম কোয়ারেন্টাইন আইন (দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারা) অমান্য করায় ৫জনকে জরিমানা করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

জরিমানাকৃত ব্যক্তিরা হচ্ছেন- শ্রীমঙ্গল থানার পূর্বাশা আ/এ-এর ভূবনেশ্বর কালোয়ারের ছেলে জগদীশ কালোয়ার (৪০), ভৈরব বাজার গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে উজ্জল রায় (৩৫), একই এলাকার মো. মানিক মিয়ার ছেলে  মো. পারভেজ মিয়া (২৫), রাজাপুর গ্রামের মো. আব্দুল হাসিমের ছেলে মো. আবু জাফর (৩২) এবং বিরামপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে আবু সাদাত মো. সায়েম (৩৫)।

এদের মধ্যে জগদীশ কালোয়ার, উজ্জল রায় ও পারভেজ মিয়াকে ১০ হাজার টকা করে এবং মো. আবু জাফরকে ২৫ হাজার টাকা ও মো. সায়েমকে ৫ হাজটার টাকা জরিমান করা হয়।

পরে তাদেরকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় র‌্যাব। 

সিলেটভিউ২৪ডটকম / ২৩ মার্চ, ২০২০/ প্রেবি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন