আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে মিল মালিককে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৩ ১৫:৫৭:৩৪

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে মূল্য তালিকা না থাকায় জুড়ীর বৃহৎ পাইকারী চাল ব্যবসায়ী আল-আমিন রাইছ এজেন্সির মালিক মো. আল আমিনকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক। শহরে অভিযান চলাকালে কৃত্রিম খাদ্য সংকট তৈরি না করা ও অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়।

সেই সাথে অযথা অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য সর্বসাধারণকে পরামর্শ দেয়া হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উদৃতি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, জুড়ীসহ সারাদেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে।

জুড়ীর দু’টি সরকারি খাদ্য গুদামে এ পর্যন্ত ৭০১ মে:টন চাল, ৪৯৪ মে:টন ধান ও ১৭ মে:টন গম মজুদ রয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/২৩ মার্চ ২০২০/এসএনএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন