আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় এনজিওর ক্ষুদ্র ঋণ আদায় স্থগিত রাখার নির্দেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৩ ২২:৫১:৪৪

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস কারণে এনজিওর ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। 


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত রাখতে বলা হয়েছে। অবশ্য কেউ যদি স্বেচ্ছায় কিস্তি পরিশোধ করে তবে তা গ্রহণ করা যাবে বলে জানানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান সোমবার (২৩ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, যারা ক্ষুদ্র ঋণের কিস্তি নিয়েছেন, তাদেরকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিস্তি না দিলেও হবে। কেউ পরিশোধ করতে চাইলে তা গ্রহণ করা যাবে। তবে তিনি কিস্তির ব্যাপারে কেউ চাপ প্রয়োগ করলে তাঁকে জানাতে অনুরোধ করেছেন।   


সিলেটভিউ২৪ডটকম/২৩ মার্চ ২০২০ /লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন