আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সি‌লেট‌ভিউ‌য়ে সংবাদ: কুলাউড়ায় ঋণ আদায় ব‌ন্ধের আহ্বান ইউএনওর, স্ব‌স্তি‌তে ঋণগ্র‌হিতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৪ ১২:৩৮:১৩

নিজস্ব প্র‌তি‌বেদক, কুলাউড়া :: 'কুলাউড়ায়‌ কি‌স্তি আদা‌য়ে ক্ষুদ্র ব্যবসায়ী‌দের পিছু ছাড়‌ছেনা এন‌জিও কর্মীরা' শীর্ষক এক‌টি সংবাদ প্রকাশ হয় সি‌লেট‌ভিউ২৪ডটকম-এ গত ২৩ মার্চ। সংবাদ প্রকা‌শের পর সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে এন‌জিও সংস্থাগু‌লো‌কে নি‌য়ে নানা আ‌লোচনা সমা‌লোচনা শুরু হয়।

এ‌দি‌কে একই‌দিন (২৩ মার্চ) রা‌তে ক্ষুদ্রঋণ প্র‌তিষ্ঠান সমূহ‌কে ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখার অনু‌রোধ জা‌নি‌য়ে কুলাউড়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী স্বাক্ষ‌রিত এক‌টি বি‌শেষ বিজ্ঞ‌প্তি প্রকাশ করা হয়।

উপ‌জেলা নির্বা‌হি কার্যালয় অ‌ফিস থে‌কে প্রকা‌শিত বিজ্ঞ‌প্তির অনু‌লি‌পি দেয়া হয় মৌলভীবাজার-২ আস‌নের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জেলা প্রশাসক না‌জিয়া শি‌রিন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান এ কে এম শ‌ফি আহমদ সলমান, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি কর্মকর্তা), কুলাউড়া থানার অ‌ফিসার ইনচার্জ ইয়ার‌দৌস হাসানসহ উপ‌জেলাধীন সব ইউ‌পি চেয়ারম্যান‌কে।

এ‌দি‌কে বিজ্ঞ‌প্তি প্রকা‌শের পর থে‌কে ক্ষুদ্র ঋণ গ্র‌হিতারা উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্য‌ম ফেইসবু‌কে স্ট্যাটাস দি‌চ্ছেন।

কুলাউড়ার স্টেশন চৌমুহনীর পানের দোকানদার মো. শরীফ, ফলের দোকানদার চান্দু মিয়া, কাপড়ের দোকানদার রবিউল হোসেন, পানের দোকানদার সুফিয়ান মিয়া, সিরামিক ব্যবসায়ী ফুল মিয়া, ইসমাইল, মোবাইলের সরঞ্জাম ব্যবসায়ী অনিক, রাজু, দৌলতসহ একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ক্ষুদ্র ব্যবসায়ী‌দের পা‌শে দাঁড়া‌নোয় ইউএনও ম‌হোদয়‌কে ধন্যবাদ জানাই।

কুলাউড়া উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী ব‌লেন, ‌বি‌ভিন্ন এন‌জিও প্র‌তিষ্ঠান এবং সং‌শ্লিষ্ট‌দের বিষয়‌টি জানা‌নো হ‌য়ে‌ছে। কোন ঋণ গ্র‌হিতা উ‌ই‌লিংলি কি‌স্তি দি‌তে চাই‌লে তা দি‌তে পার‌বেন। ত‌বে কোন প্র‌তিষ্ঠান বল প্র‌য়োগ ক‌রে ঋণ আদায় কর‌তে পার‌বে না। ক‌রোনা মোকা‌বেলায় আমা‌দের সবাই‌কে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে।

‌সি‌লেট‌ভিউ২৪ডটকম/২৪ মার্চ ২০২০/শা‌কির/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন